জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারীদের ‘বুঝিয়ে ফেরত পাঠাতে’ যাওয়া তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শুক্রবার বিকালে মোহাম্মাদ ইমতিয়াজ হোসাইন নামে এই শিক্ষার্থীকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর এই শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি একজন শিক্ষার্থী হলেও তার আর কোনো পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।
এদিকে, আজ সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়, তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপ করা মোহাম্মদ ইমতিয়াজ
হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে তার সাথে ও তার পরিবারের সাথে কথা বলেছেন তথ্য উপদেষ্টা। আন্দোলন শেষে তিনি তাকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন।
এতে আরও জানানো হয়, দুপুরে তিনি (মাহফুজ আলম) হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
আবাসন সংকট নিরসনসহ তিন দফা দাবি আদায়ে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও দপ্তর যমুনা অভিমুখে ‘লং মার্চ’ করে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন।
রাতে সেখানে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম। পরে একপাশে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা।
বিডি প্রতিদিন/জুনাইদ