রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ হুসাইনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় ইমতিয়াজ হুসাইনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, জবির অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হুসাইনকে ছাড়তে দুই ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
চার দফা দাবিতে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদের সামনে গণঅনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ আলটিমেটাম দেন শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম। পরে একপাশে গিয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা।
বিডি-প্রতিদিন/বাজিত