সিলেটে চার দিনের আনঅফিশিয়াল প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে বড় লিডের পথে নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম ইনিংসে কিউইদের ২৫৬ রানের জবাবে ১২ রানের লিড নেয় নুরুল হাসান সোহানরা। সবকটি উইকেট হারিয়ে ২৬৮ রানে থেমে যায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে সোহান ১০৭ রান করেন। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান করে কিউইরা। লিড নেয় ২০৪ রানের। শুরুতে ৬ রানে ওপেনার রিস মারিউকে ফেরান খালেদ। পরে জো কার্টার ও নিক কেলির ৯৭ রানের জুটি ভাঙেন নাঈম হাসান। অধিনায়ক জো কার্টার সাজঘরে ফেরেন ৫৮ রানে। পরে দলটির আরও তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন হাসান মুরাদ। মোহাম্মদ আব্বাস ২, ম্যাথু বয়েল ২ ও জশ ক্লার্কসন ৫ রান করে ফেরেন তার বলে। শেষ পর্যন্ত নিক কেলির অপরাজিত ১১৭ রানের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক ক্যাপসরা। তিনি ১৯৬ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন। মিচেল হেই খেলছেন ১১ রানের অপরাজিত ইনিংস। এদিন বাঁ হাতি স্পিনার হাসান মুরাদ ৫১ রানে ৩ উইকেট নেন। নাঈম হাসান ও খালেদ আহমেদ নেন একটি করে উইকেট। আজ চতুর্থ ও শেষ দিনে প্রথম টেস্টের ফলাফল কী হবে তাই এখন দেখার বিষয়।