রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক নম্বর হল গুলনকশাতে চলছে ৬০তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৫’। বিশ্বের ৪৫টি দেশের ২ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে এতে অংশ নিয়েছে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরামর্শক সংস্থা। ছুটির দিন হওয়ায় গতকাল মেলায় শিক্ষার্থী ও অভিভাবকের ভিড় ছিল লক্ষণীয়। তারা বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়েছেন। ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’ স্লোগানে এ শিক্ষামেলার পর্দা নামবে আজ। মেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলায় অংশ নিতে পারছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই। শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার, আবেদন করার, স্কলারশিপ সম্পর্কে জানার এবং ক্যারিয়ার-সংক্রান্ত পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। আইসিসিবিতে গিয়ে দেখা যায়, ছুটির দিন হওয়ায় সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকরা শিক্ষামেলায় এসেছেন। তাঁরা বিভিন্ন স্টলে গিয়ে বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করছেন। বিভিন্ন স্টলের প্রতিনিধিরাও আগ্রহ নিয়ে মেলায় আগতদের বিভিন্ন তথ্য জানাচ্ছেন।
মেলায় কথা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাঈদ সারোয়ারের সঙ্গে। তিনি বলেন, ‘আইসিসিবিতে একছাতার নিচে সব দেশের উচ্চশিক্ষাবিষয়ক খবর জানা যাচ্ছে। তাই মেলায় আসা। মাস্টার্স করার জন্য আমেরিকা ও কানাডার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের খবর নিচ্ছি। এ ছাড়া অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়েরও খবর নিচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগসুবিধা দেখছি। যেখানে ভালো হয় সেখানে আবেদন করব।’
মেলায় অংশ নেওয়া ভাইভ এডুকেশন গ্রুপের ডিরেক্টর মো. সাব্বির খান বলেন, ‘আমরা ইউকে-এর ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি। এর মধ্যে এ আর ইউ লন্ডনে মেলা উপলক্ষে ছাড় রয়েছে। এ আর ইউ-তে ৬ হাজার পাউন্ডের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। আইইএলটিএসে ১০০ শতাংশ ক্যাশব্যাক, ল্যাপটপ জেতাসহ বিভিন্ন সুযোগ রয়েছে।’
ইউনি এডু-এর জেনারেল ম্যানেজার অনিতা আজরুন বলেন, ‘আমরা শুধু ফিনল্যান্ড নিয়ে কাজ করি। ফিনল্যান্ডে অনেক ধরনের সুবিধা রয়েছে। ১০০ শতাংশ ভিসা রেশিও রয়েছে। মেলা উপলক্ষে ফাইল ওপেনিং চার্জ নাই। ভিসা হওয়ার পরও সার্ভিস চার্জের ছাড় রয়েছে।’ নলেজ হাব-এর সিইও আরিফ সৈয়দ বলেন, ‘আমরা মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করে থাকি। মেলা উপলক্ষে অ্যাডমিশন নিলে ফ্রি এয়ার টিকিট দেওয়া হচ্ছে। এ ছাড়া ইউরোপের সবচেয়ে পুরোনো ইউনিভার্সিটি অব পেজের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আমরা।’
মহাখালী থেকে আসেন হাবিবুর রহমান তাঁর মেয়ে তানিশা রহমানকে নিয়ে। তিনি বলেন, ‘আমার মেয়ের অনার্সে পড়ার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খবর নেওয়ার জন্য এসেছি। কানাডা এবং আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খবর নিয়েছি। এখন চায়না ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খবর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। মানুষের ভিড়ের কারণে একটু সময় লাগছে। তবে একছাতার নিচে সব বিশ্ববিদ্যালয় পাওয়ায় সব খবর নিতে সুবিধা হচ্ছে।’
এ ছাড়া আইসিসিবির ২ নম্বর হল পুষ্পগুচ্ছ এবং ৪ নম্বর হল নবরাত্রিতে চলছে ‘সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। এতে এইচভিএসিআর এবং কোল্ড চেইনের সঙ্গে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছে। আজ এ প্রদর্শনীর শেষ দিন।