ভারত–পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহ স্থগিত ছিল আইপিএল। তবে শঙ্কা কাটিয়ে বাকি অংশ আজ শনিবার (১৭ মে) থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৩ জুন ফাইনালের মধ্য দিয়ে। তবে আইপিএল পুনরায় শুরু হলেও বিদেশি তারকা হারিয়ে বড় বিপাকে পড়েছে দিল্লি ক্যাপিটালস।
নিরাপত্তা ইস্যুর কারণে আসরের বাকি অংশ থেকে নাম সরিয়ে নিয়েছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দিল্লি ক্যাপিটালসের ওপর। দলটি একসঙ্গে হারিয়েছে চার জন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড়কে।
আইপিএলের বাকি অংশে দিল্লির হয়ে আর দেখা যাবে না অস্ট্রেলিয়ান দুই তারকা মিচেল স্টার্ক ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। একইভাবে নেই দুই দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি ও ডোনোভান ফেরেইরাও। এই চার জনের অনুপস্থিতি দলটির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে দিল্লি দলে মাত্র চারজন বিদেশি খেলোয়াড় আছেন। পুরোনো মুখ ট্রিস্টান স্টাবসের সঙ্গে নতুন করে যোগ দিয়েছেন আফগানিস্তানের সেদিকুল্লাহ আতাল, শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
তবে এখানেও দুঃসংবাদ অপেক্ষা করছে দিল্লির জন্য। ট্রিস্টান স্টাবস ও মুস্তাফিজুর রহমান দু’জনই লিগ পর্ব শেষেই দল ছাড়বেন। স্টাবস জাতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে যোগ দেবেন। অন্যদিকে মুস্তাফিজ ২৪ মে পর্যন্ত এনওসি পেয়েছেন। ফলে লিগের শেষ ম্যাচ খেলেই তিনি যোগ দেবেন বাংলাদেশের পাকিস্তান সফরসঙ্গী দলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ