রাজধানীর রূপনগরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশু নিহত হওয়ার ঘটনায় সেই বেলুন বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম আবু সাইদ (৩০)।
বুধবার রাতে পুলিশ তাকে পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করে। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশে নিয়ে যায় পুলিশ। রুপনগর থানার ওসি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, এ দিন বিকালে রূপনগরের মনিপুর স্কুলের পূর্ব পাশে ১১ নম্বর সড়কের মাথায় বেলুনে গ্যাস ভরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/কালাম