ঢাকার আদাবরে নাসিমা আক্তার হাসিনা (৩৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সকালে আদাবরের একটি আবাসিক এলাকা থেকে ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. ডাবলু হাওলাদার পালতক হয়েছেন।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে তাঁকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে স্বামী। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, গৃহবধূ হাসিনা ও তার স্বামী ডাবলু আদাবরের ওই আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি দোতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে। হাসিনা ও ডাবলুর এটি দ্বিতীয় বিয়ে ছিল।
বিডি-প্রতিদিন/শফিক