১৮ নভেম্বর, ২০১৯ ১৮:৩১

সড়ক নিরাপত্তা আইন কার্যকরের প্রথম দিনেই রাজধানীতে ৮৮ মামলা

অনলাইন ডেস্ক

সড়ক নিরাপত্তা আইন কার্যকরের প্রথম দিনেই রাজধানীতে ৮৮ মামলা

ফাইল ছবি

সড়ক নিরাপত্তা আইন কার্যকরের প্রথম দিনেই আজ সোমবার রাজধানীতে ৮৮ মামলা এবং ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৮টি মোবাইল কোর্টে এই মামলা ও জরিমানা করা হয়। 

আইনটি রবিবার থেকে কার্যকর করা হলেও সোমবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

রাজধানীর মানিক মিয়া এভিনিউ, উত্তরা, বনানী, মতিঝিল, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর থেকে সোমবার প্রয়োগ শুরু করেছে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর