সড়ক নিরাপত্তা আইন কার্যকরের প্রথম দিনেই আজ সোমবার রাজধানীতে ৮৮ মামলা এবং ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ৮টি মোবাইল কোর্টে এই মামলা ও জরিমানা করা হয়।
আইনটি রবিবার থেকে কার্যকর করা হলেও সোমবারই প্রথম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ, উত্তরা, বনানী, মতিঝিল, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৭ দিন প্রচার প্রচারণার পর থেকে সোমবার প্রয়োগ শুরু করেছে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা (বিআরটিএ)।
বিডি প্রতিদিন/এনায়েত করিম