গুলশানের হলি আর্টিজান মামলার রায়ের দিন ভিড়ের মধ্যে কেউ একজন রাকিবুল হাসান রিগ্যানকে জঙ্গি গোষ্ঠী আইএসের টুপি দেন বলে জানিয়েছেন এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান।
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় মঙ্গলবার রিগ্যানকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে হাজির করা হয়।
এ সময় রিগ্যানের কাছে আইএসের টুপির বিষয়ে জানতে চান আদালত। জবাবে রিগ্যান জানান, হলি আর্টিজান মামলার রায়ের দিন ভিড়ের মধ্যে একজন টুপিটি দিয়েছেন।
এরপর বিচারক জানতে চান, কে দিয়েছে? রিগ্যান বলেন, চিনি না। তখন বিচারক বলেন, টুপিটি নিলেন কেন? রিগ্যান বলেন, কালেমা শাহাদাত লেখা ছিল, ভালো লাগায় টুপিটি নিয়েছি। বিচারক বলেন, আর কাউকে কি টুপি দিয়েছিল? তখন রিগ্যান বলেন, না আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর রাজীব গান্ধী আমার টুপিটি নিয়ে পরেছে।
বিডি-প্রতিদিন/মাহবুব