৬ ডিসেম্বর, ২০১৯ ২৩:৪০

হত্যা মামলার পর থানায় হাজির ‘নিহত’ ব্যক্তি!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

হত্যা মামলার পর থানায় হাজির ‘নিহত’ ব্যক্তি!

সংগৃহীত ছবি

যাকে হত্যার অভিযোগে মামলা হয়েছিল, হুট করে থানায় হাজির সেই ব্যক্তি! স্বশরীরে এসে পুলিশকে জানিয়েছেন ‘আমি এখনো জীবিত’। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে রাজশাহীর বাঘায়।

আমিনুল ইসলাম নামে ওই শ্রমিক বাঘা থানায় হাজির হয়ে পুলিশের কাছে লিখিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে কেউ হত্যা করেনি।

গত ৩ ডিসেম্বর রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমিনুলকে হত্যার অভিযোগে মামলা করেছিলেন স্ত্রী জালেমা বেগম। ওই মামলায় একই গ্রামের মৃত মফেল উদ্দিনের ছেলে লালু মিয়াকে আসামি করা হয়। লালু মিয়া আমিনুলের বন্ধু। তার বিরুদ্ধে স্বামীকে হত্যার পর গুম করার অভিযোগে মামলা করেছিলেন জালেমা বেগম। 

রাজশাহী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার মামলাটি গ্রহণের পর ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

শেষ পর্যন্ত মরদেহ নয়, জীবিতই পাওয়া গেছে আমিনুল ইসলামকে। তিনি বাঘা উপজেলার বলিহার গ্রামের গোলাম হোসেনের ছেলে। 

আমিনুলের বরাত দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কারণে-অকারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এতে স্ত্রীর কাছে নির্যাতিত হন আমিনুল। এ কারণে স্ত্রীকে না জানিয়ে ফরিদপুরে শ্রমিকের কাজে চলে গিয়েছিলেন আমিনুল। বাড়ি ছেড়ে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন। শেষ পর্যন্ত খোঁজ-খবর না পেয়ে স্ত্রীর ধারণা হয়, আমিনুলের বন্ধু লালু মিয়াই তাকে হত্যা করে গুম করেছেন। 

এমন সন্দেহ থেকে হত্যার অভিযোগে লালু মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন জালেমা বেগম। আদালতে হত্যা মামলা দায়েরের বিষয়টি জানার পর শুক্রবার বাঘা থানায় হাজির হন আমিনুল এবং পুলিশকে লিখিতভাবে অবহিত করেন।

তবে আদালত থেকে মামলা সম্পর্কিত তদন্তের নির্দেশ এখনো থানায় আসেনি। আসলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর