রংপুরে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে এক অন্তঃসত্ত্বাসহ ৮ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ছয়জন নারী ও দুই শিশু। গত ৪৮ ঘণ্টায় এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। তারা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিট ভর্তি আছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালেরবার্ন প্লাস্টিক সার্জারি কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, অগ্নিদগ্ধদের মধ্যে রংপুরের ৪ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন এবং দিনাজপুরের একজন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, টানা তিনদিন ধরে শীতে জবুথবু জনজীবন সহসাই স্বাভাবিক হচ্ছে না। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা আরও কমবে। আবার ২৬-২৭ তারিখের দিকে তাপমাত্রা আবারও কমে যাবে।
বিডি-প্রতিদিন/মাহবুব