রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ছুরিকাঘাতে মাহিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও দু’জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা জানিয়ে বলেন, সন্ধ্যায় মাহিনসহ চারজন মান্ডা ল্যাটকার গলি বালুর মাঠ এলাকায় আগুন পোহাচ্ছিলেন। এসময় ১২-১৩ জন যুবক তাদের উপর অতর্কিতভাবে ছুরিকাঘাত করে। এতে তিনজন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আরাফাত