শিরোনাম
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীবাসীর ব্যানারে সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে রাজশাহীর সর্বস্তরের মানুষ অংশ নেন। রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা নানা শ্লোগান দেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়েই বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত রবিবার নগরীর পবা নতুনপাড়া এলাকার গাঙপাড়া খালের দুই পাশের বাড়ি-ঘর স্থপনা উচ্ছেদ শুরু করে রজাশাহী পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পুনর্বাসন না করে এই শীতের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদ করার প্রতিবাদ জানান ফজলে হোসেন বাদশা। তিনি গাঙপাড়া এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আর মানবিক কারণে তাদের কিছুদিন সময় দেওয়ার জন্য সুপারিশ করেন। তখন সাম্যবাদী দলের বহিষ্কৃত নেতা মাসুদ রানা তাকে ফোন করে হুমকি দেন। প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, গাঙপাড়া থেকে সরে না গেলে তার বিপদ আছে। এনিয়ে নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফজলে হোসেন বাদশা তার ৫০ বছরের রাজনৈতিক জীবনে সব সময় গরীব-মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। আর তাই তাকে বার বার হুমকি দেওয়া হয়েছে। রাজশাহীতে যখন সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই জেএমবি প্রতিষ্ঠা করে হত্যাযজ্ঞ চালাচ্ছিল তখন ফজলে হোসেন বাদশাই তার বিরুদ্ধে সরব ছিলেন। বাংলা ভাইও তাকে হত্যার হুমকি দিয়েছিল।
সমাবেশ থেকে হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে পুনর্বাসনের আগে উচ্ছেদ অভিযান না চালানোরও আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষকনেতা রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী আইনজীবী সমিতির সহ-সভাপতি এন্তাজুল হক বাবু, নারীনেত্রী তসলিমা খাতুন, রাজশাহী নগরীর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, রাজশাহীর মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর