বরিশালে শীতের প্রকোপ কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্ট আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা।
বরিশালে বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১২.০০ ডিগ্রি সেলসিয়াস। রাত ১২টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ুর প্রভাব আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আরও এক থেকে দুই দিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাহফুজুর রহমান।
এদিকে শীতের প্রকোপ কিছুটা কমলেও রাতে গুঁড়ি গুঁড়ির বৃষ্টিতে কারণে জনজীবনে ছন্দ পতন হয়। দুর্ভোগে পড়েন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ