রাজধানীর মালিবাগে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে আরিফুর (২৩) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার