খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'-এর ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেটসহ সংগঠনের কাগজপত্র জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জঙ্গি সংগঠনের যশোর জেলার নায়েক ইলিয়াস কা ন রিপন (৩৮), যুগ্ম জেলা নায়েক মো. মুকুল হোসেন (৩৬), সহ জেলা নায়েক মো. ইয়াছিন আলী (৩৮), থানা নায়েক মো. শুকুর আলী (২৯) ও গ্রাম নায়েক মো. সোহানুর রহমান সোহান (২৩)।
আজ রবিবার দুপুরে র্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ এ তথ্য জানিয়েছেন। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা এই সংগঠনের সদস্য সংগ্রহ, দলীয় গোপন বৈঠক, উগ্রবাদী বই ও টাকা বিতরণ করতো। গোয়েন্দা নজরদারির পর রবিবার ভোর রাতে খুলনার লবণচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ