গণপরিবহনে সেবা ও নিরাপত্তার মান পর্যবেক্ষণের জন্য দেশের সকল মন্ত্রী, এমপি, সচিব, জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রতি মাসে কমপক্ষে একদিন গণপরিবহন ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান। এ সময় তিনি সড়ক দুর্ঘটনা রোধে ১২ দফা দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘২০১৯ সালে পাঁচ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ হাজার ৮৫৫ জন। আহত হয়েছে ১৩ হাজার ৩৩০ জন।'
একই সময় রেলপথে ৪৮২টি দুর্ঘটনায় নিহত ৪৬৯ এবং আহত হয়েছেন ৭০৬ জন। নৌপথে ২০৩টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং আহত ২৮২ জন। এক্ষেত্রে নিখোঁজ হয়েছে ৩৭৫ জন মানুষ।
সড়ক, রেল, নৌ-পথে মোট ছয় হাজার ২০১টি দুর্ঘটনায় আট হাজার ৫৪৩ জন নিহত এবং ১৪ হাজার ৩১৮ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ‘গত বছর পাঁচ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন নিহত এবং আহত হয়েছেন ১৩ হাজার ৩৩০ জন। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনার পরিমাণ ২০১৮ সালের সমপরিমাণ হলেও প্রাণহানি বেড়েছে ৮.০৭ শতাংশ।’
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        