শীতবস্ত্র বিতরণ করেছে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি। শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের নিকটবর্তী তক্কার মাঠ এলাকায় নিদাউল ইসলাম হিফজ মাদ্রাসা এবং আলহাজ্ব আছিয়া ছাদেক হাফিজিয়া মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ৮০টি কম্বল বিতরণ করা হয়।
কর্মসূচিটি রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়েছে। ক্লাবের নিয়মিত সদস্যদের সরাসরি অংশগ্রহণের পাশাপাশি উক্ত কর্মসূচিতে রোটার্যাক্ট জেলা সমন্বয়ক এবং নারায়ণগঞ্জের বিভিন্ন রোটার্যাক্ট ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি একটি ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন যা ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ডিসেম্বরে ক্লাবটি ৩০বর্ষপূর্তি উদযাপন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে তিন দশক ধরে ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কাজ করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের যেকোনও নিয়মিত শিক্ষার্থীর জন্য বছরের যেকোনও সময় এই ক্লাবের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক