বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে রুপগঞ্জ উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ-১ তথা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ১৫ দিনব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষ রোপন, পরিচ্ছন্ন অভিযান, চিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, সভা, সেমিনার ও শীতবস্ত্র বিতরণসহ যুগান্তকারী নানা কর্মসূচি।
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন। উপজেলা পরিষদ ভবনের প্রবেশমুখে বর্তমান ইউএনওর উদ্যোগে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে উপজেলা আওয়ামী লীগ, শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার লোকজন অংশ নেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উপজেলা চত্বরের চারপাশ এমনকি ৪ কিলোমিটার জুড়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ব্যানার, ফেস্টুন ছেঁয়ে যায়। এসব ব্যানারে শোভা পায় বঙ্গবন্ধুর শৈশব, রাজনৈতিক জীবন এবং নানা ঐতিহাসিক স্মৃতিময় স্থিরচিত্র। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, বার্ষিক ক্রীড়াসহ নানা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ছিলো চোখে পড়ার মতো।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        