কুমিল্লার মুরাদনগরের যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যাকারীদের সনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের উদ্যোগে মুরাদনগর সদরের আল্লাহু চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়মী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, কামাল উদ্দিন চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, আহসান হাবিব শামীম, রুহুল আমীন ও আরিফুল ইসলাম শাহেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সকালে ঢাকার বনশ্রীর নিজ বাসা থেকে এলাকায় যাওয়ার পথে কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধনকে অপরহরণ করা হয়। পরে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        