গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়াম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাইদ নূর আলম। বর্তমানে তিনি রাজউকের মেম্বর অ্যাডমিন হিসেবে কর্মরত রয়েছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
গত ৩০ ডিসেম্বর রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদকে পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সাঈদ নূর আলম রাজউক চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        