রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে। জানা গেছে, রংপুরের কাউনিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (১৬) নামের এক হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রানার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের পুত্র।
কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, রংপুর থেকে বুড়িমারির দিকে যাচ্ছিল ট্রাকটি। এদিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে ট্রাক্টর উল্টে মানিক মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মানিক নাগেরহাট গ্রামের আক্কাস আলীর পুত্র বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক