রাজধানীর মোহাম্মদপুরে ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন লেগে প্যারালাইজড রোগী এক নারীর করুণ মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে বাঁশবাড়ি এলাকায় ব্লক-ডির ১৩/জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মাবিয়া বেগম (৫৫)। তিনি সপ্তমতলা ওই ভবনের চারতলায় ছেলের সঙ্গে বাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। আগুন নিভে যাওয়ার পর সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম