করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার অনিবার্যতায় দরিদ্র জনগোষ্ঠী অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। যারা দিন আনে দিন খায়, তাদের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। ফলে রাজধানীর বাড্ডা এলাকার লিংকরোডে শতশত মানুষ ত্রাণের জন্য বিক্ষোভ করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এ বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরের পর স্থানীয় কাউন্সিলরা দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে গেছেন বলে পুলিশ জানিয়েছে।
এর আগে, বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, কাউন্সিলদের কাছে অনেক ত্রাণ গেলেও তারা এর কিছুই পাচ্ছেন না। মুখ দেখে ত্রাণ দেয়া হচ্ছে বলে দাবি করেন তারা। এই কারণে ত্রাণ দেয়ার পদ্ধতিতে সরাসরি প্রধানমন্ত্রীর তদারকি চান অনেকে। কেউবা আবার সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ দেয়ার দাবি তুলেন।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউবা বাড়ি বাড়ি কাজ করেন, কেউ রাজমিস্ত্রী, আবার কেউ রিকশাচালক। কিন্তু করোনার প্রভাবে তাদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। কিন্তু কোনো সহায়তায় পাচ্ছেন না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম