রংপুর নগরীর একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৬ হাজার ৪৮০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর রবার্টসনগঞ্জের একটি গোডাউনে অভিযান চালিয়ে এ ভোজ্যতেল জব্দ করা হয়।
জানা যায়, ওই এলাকার ওএমএস ডিলার হারুন অর রশিদের ছেলে নয়ন পারভেজ (৩৬) ও রাজীব হাসান (৩৪), ব্যবসায়ী সুমনের গোডাউনে তেল মজুত করে রেখেছিলেন। এদের মধ্যে নয়ন টিসিবির তালিকাভুক্ত ডিলার।
পুলিশ জানায়, অভিযানের খবর পেয়ে রাজীব ও নয়ন পালিয়ে যায়। অবৈধভাবে গোডাউনে তেল রাখার কারণে এরফান হাসান সুমন ও ওএমএস ডিলার হারুন অর রশিদকে আটক করা হয়েছে।
গণমাধ্যমকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন