বরিশালে ত্রাণ না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন কর্মহীন অসহায় দরিদ্র মানুষ। দীর্ঘদিনেও কোনো সরকারি সহায়তা না পেয়ে রাস্তায় নেমে আসে নিম্ন আয়ের কর্মহীন কয়েক শ’ নারী-পুরুষ।
বুধবার সকাল ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বিসিক এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে গেলেও জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহের দাবি জানান অসহায় দরিদ্র মানুষ।
করোনার কারণে দীর্ঘ প্রায় ১ মাস ধরে কাজ নেই নিম্ন আয়ের মানুষের। কাজ নেই তাই ঘরে খাবারও নেই। এ কারণে সকাল ১০টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় জড়ো হয় কয়েক শ’ কর্মহীন নারী-পুরুষ।
তারা জানান, করোনার কারণৈ কাজ বন্ধ। এ কারণে আয়-রোজগার নেই। সরকারিভাবেও তাদের দেয়া হয়নি কোনো খাদ্য সহায়তা। রাস্তায় নামলে পুলিশ পেটায়। এতে করে অনাহারে দিন কাটাচ্ছেন তারা। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।
এদিকে, ত্রাণের দাবিতে বিসিক এলাকায় বিক্ষোভের খবর পেয়ে সেখানে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে পুলিশ।
নগরীর কাউনিয়া থানার ওসি আমিজুল কবির জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে কর্মহীন মানুষকে ত্রাণের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যায়।
অপরদিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস জানান, ওই এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ৭ শ’ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। কিন্তু এই এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি হওয়ায় সবাইকে একসাথে ত্রাণ দেয়া সম্ভব হয়নি। যারা এখনো পায়নি, তারা রাস্তায় নেমেছে। নতুন করে খাদ্য সহায়তা দেয়ার জন্য তালিকা করা হয়েছে। শীঘ্রই তাদের খাদ্য সহায়তা দেয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন