করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় ছুটি বাড়ানো হয় বিজিএমইএ ও বিকেএমইএ এর নির্দেশনা অনুযায়ী। ইতোমধ্যে বেতন ভাতা পরিশোধ করতে কারখানা মালিকদের নির্দেশনা দেয়া হযেছে। তবে পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী বেতন পরিষোধ না করে কারখানা ফের বন্ধের সংবাদ পেয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় বেশ কয়েকটি কারখানার কয়েক’শ শ্রমিক আজ সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। এরপর বেলা বারটায় বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকার দুই পাশে ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তা জরুরী প্রয়োজনে চলাচল করা সকল যানবাহন থেমে থাকায় দীর্ঘ যানবাহনের সারি দেখা দেয়।
শ্রমিকরা জানান, টানা কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভে শুরু করেন তারা। তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েক দিনের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল