বরিশালে কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত আছে। বুধবারও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে ৪৫০ পরিবার ও ২৩ নম্বর ওয়ার্ডে ৪৫০ পরিবার এবং সদর উপজেলার কাশীপুরের কাগাশুরা এলাকায় ৩৫০ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সংসদ সদস্যের পক্ষে মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন দলীয় কর্মীদের সহায়তায় খাদ্য সহায়তা পৌঁছে দেন। এছাড়া সদর আসনের সংসদ সদস্যের হটলাইনে ফোন দেওয়া কর্মহীন মানুষের ঘরেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন খান মামুন।
এদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকেও বুধবার নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৭শ পরিবার এবং ১৭ নম্বর ওয়ার্ডের ৬শ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।
মেহেন্দিগঞ্জের চরগোপালপুর ইউনিয়নে লকডাউন করা ৪০ পরিবারসহ ওই ইউনিয়নের ৬শ পরিবারে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের পক্ষে জনপ্রতিনিধিরা সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও জেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ হাজার কর্মহীন মানুষের ঘরে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/আল আমীন