করোনাভাইরাসে সংকটে পড়া কামরাঙ্গীরচরের ১২শ’ পরিবারকে ত্রাণ দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার তার নির্বাচনী এলাকার ৫৬নং ওয়ার্ডের দুটি জায়গায় তার পক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ভয়াবহ করোনাভাইরাসের সংকটে পড়া নিজের নির্বাচনী এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি চলে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম এ ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
বুধবার কামরাঙ্গীচরের আলীনগর পঞ্চায়েত ৮০০টি পরিবার, পশ্চিম আশ্রাফাবাদ ৪০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে। এই ত্রাণ বিতরণ কার্যক্রমে কামরুল ইসলাম এমপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন ও ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নূরে আলম এবং ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সাঈদুল ইসলাম মাদবর।
এদিকে বুধবার সংসদ সদস্যের ত্রাণ তহবিলে হামদর্দ গ্রুপ ১০০ বস্তা চাল, ৫০ বস্তা ডাল ও ৪১ বস্তা আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনুদান প্রদান করে।
বিডি প্রতিদিন/কালাম