করোনাভাইরাস প্রতিরোধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে এই চিকিৎসা সামগ্রী হন্তান্তর করেন উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এই সামগ্রী তুলে দেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা ও যুবলীগের সাবেক শিক্ষা সম্পাদক মিজানুল হক মিজু উপস্থিত ছিলেন।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৩০০ পিপিই ও এক হাজার মাস্ক তুলে দিয়েছি। আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই চিকিৎসা সেবায় নিয়োজিতদের ব্যবহারের জন্য এই সামগ্রীগুলো পৌঁছে দিয়েছি। কঠিন এই দুর্যোগে চিকিৎসকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিডি প্রতিদিন/কালাম