বরিশালে করোনার প্রভাবে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সদর আসনের সংসদ সদস্য, সিটি মেয়র এবং জেলা প্রশাসন জনগণের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়।
সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষে নগরীর খ্রিস্টান সম্প্রদায়ের ৪৬০ পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সংসদ সদস্যের পক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের মাঝে ত্রাণ তুলে দেন।
এছাড়া সংসদ সদস্যের হটলাইনে ফোন দেয়া কর্মহীন মানুষের মাঝেও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত আছে বলে যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন জানান।
এদিকে, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পক্ষে নগরীর ১ ও ২ নম্বর ওয়ার্ডের (আংশিক) ১ হাজার ২৫০ পরিবার এবং ৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ২৫০ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয় বলে জানান বিসিসি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিপক লাল মৃধা।
অপরদিকে, প্রয়াত সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের পক্ষে বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা মঈন তুষার বুধবার রাতে এবং বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ৫০০ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষে জেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয় হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন