বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে আপন চাচা আবুল হাসানাত তৈমুরকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে নিহত তৈমুর ওই এলাকার মৃত হাতেম আলী হাওলাদারের ছেলে।
হামলাকারীরা হলো বাসিন্দা আয়কর আইনজীবী আহসান হাবিবের ছেলে মো. ইমরান ও মো. রুম্মান এবং তাদের দুই সহযোগী। হামলাকারীরা বরিশাল নগরীর বাংলাদেশ ব্যাংক এলাকায় বসবাস করেন।
স্থানীয় মেম্বর আবুল বাশার জানান, বৃহস্পতিবার দুপুরে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরেন তৈমুর। বিষয়টি জানতে পারেন তৈমুরের ভাই আহসান হাবিবের ছেলেরা। তাদেরকে না জানিয়ে যৌথ পুকুরে মাছ ধরায় ক্ষুব্ধ হয় তারা। এর জের ধরে বিকেলে সহোদর ইমরান ও রুম্মান তাদের সহযোগীদের নিয়ে চাচা আবুল হাসানাতের সাথে বাদানুবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে ইমরান ও রুম্মানসহ তাদের সাথে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তৈমুরকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তৈমুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেট্রোপলিটন পুলিশের বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন-আলম বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ