গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর সরকারকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। মন্ত্রীর গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈরের কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে উপজেলার কুতুবদিয়া গ্রামে মাদক দ্বন্দ্বে শহিদুল নামে একজনকে গুলি করে হত্যা করেন মন্ত্রীর গানম্যান। ওই সময় মঈম নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিশোর ও হতাহতরা বন্ধু বলে পুলিশ জানিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন