করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে হাটহাজারীর কর্মহীন মানুষদের জন্য অনন্য এক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সাবেক সদস্য মো রাশেদুল ইসলাম রাসেল। এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিদিনই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শত শত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ফ্রি সবজি। এ উদ্যোগের নামকরণ হয়েছে ‘ভালোবাসার ভ্যান গাড়ি’।
ভালোবাসার ভ্যানগাড়ির উদ্যোক্তা রাশেদুল ইসলাম রাসেল বলেন, প্রধানমন্ত্রীর সৌজন্যে হাটাহাজারীর কর্মহীন মানুষদের জন্য ফ্রি সবজি পৌছে দেওয়া হচ্ছে। হাটহাজারীর বিভিন্ন বাজারে ভালোবাসার ভ্যানগাড়ি দাঁড়ানো থাকে। যে কেউ চাইলে বিনামূল্যে ওই ভ্যানগাড়ি থেকে পছন্দমত বাজার নিতে পারবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
জানা যায়, স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রকৃত দামের চেয়ে বেশি দামে সবজি সংগ্রহ করেন রাসেল। পরবর্তীতে ওই সবজি পৌঁছে দেওয়া হয় হাটহাজারীর বিভিন্ন বাজারে। বিভিন্ন ভ্যানে সাজানো থাকে নানা পদের সবজি। কর্মহীন কিংবা যে কোন ব্যক্তিই ওই ভ্যান থেকে চাইলে বিনামূল্যে নিতে পারবেন সবজি ভ্যানে ছিল আলু, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, শসা, লাল শাক, পুঁই শাকসহ নানান পদের সবজি।
বিডি প্রতিদিন/আল আমীন