অসহায় এক বৃদ্ধ। বয়স ৭০/৭৫। বয়সের ভার ও অসুস্থ হয়ে কাতরাচ্ছিলেন ড্রেনের পাশে। আশপাশে অনেক লোকজন ঘোরাঘুরি করলেও এগিয়ে আসেনি কেউ। পরবর্তীতে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে কাছে যান বোয়ালিয়া মডেল থানার এসআই শাহাদত আলী।
ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন এক বৃদ্ধ কাতরাচ্ছেন। ভিড় করে দেখছেন কিছু মানুষ। এসময় ওই বৃদ্ধ কোন কথাই বলতে পারছিলেন না। এরপরই তিনি ওই বৃদ্ধকে নিয়ে ছুটেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। হাসপাতালে ভর্তি করেন এবং তার চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন।
ঘটনার প্রসঙ্গ টেনে বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত আলী জানান, গত ২৯ মার্চ ঘোড়ামারা রেমমপট্রি মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময়ে অজ্ঞাত এক বৃদ্ধকে ড্রেনের পাশে পড়ে থাকতে দেখি। সবাই পাশে থেকে দেখলে ও কেউ এগিয়ে আসেনি। কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু কথা বলতে পারছিলেন না। তখন তাকে পানি ও জুস খাওয়াই। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নং ওয়াডে ভর্তি করি। এরপর তার খাবারের ব্যবস্থা করি এবং সর্বাক্ষণিক খোঁজ-খবরও রাখি। পরের দিন গিয়ে নিজ হাতে তাকে খাইয়ে দিয়ে আসি। আরও ৪/৫ দিন পর আবারও হাসপাতালে গিয়ে দেখি অনেকটাই সুস্থ। ভর্তির ১৪ দিন পর হঠাৎ এক ফোন আসে আর ফোনের ওপাশ থেকে জানানো হয় ওই বৃদ্ধটি আর নেই। কথা শোনার পর আমি স্তম্ভিত ও হতবিহ্বল হয়ে যায়।
তিন দিন মরদেহ মর্গে রেখে হণ্য হয়ে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় জানা চেষ্টা জানার চেষ্টা করি। স্বজনের কোন খবর না পেয়ে গত বুধবার কোয়ান্টাম মেথড রাজশাহী'র সহায়তায় জানাজায় অংশ নিয়ে নিজেই মরদেহ দাফনের ব্যবস্থা করি।
বিডি-প্রতিদিন/আরাফাত/শফিক