করোনাভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র ২০ পরিবারের পাশে দাঁড়ালো খুলনার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা। আজ শুক্রবার ২০০৫ ব্যাচের উদ্যোগে ২০ পরিবারের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় ব্যাচের কয়েকজন শিক্ষার্থী।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণ, সাবান, ছোলা, চিড়া, মুড়ি, খেজুর ও গুড়। ব্যাচের পক্ষ থেকে ২০ দুস্থ ও ও অসহায় পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন ফয়সাল মাহমুদ, মো. রবিউল ইসলাম, হাসিব এসকে নিকোলাস, খালেদ হোসেন ও মো. হাসান। এসময় সাথে থাকতে না পারলেও যারা সময় এবং শ্রম দিয়েছেন তাদের প্রতিনিয়ত নির্দেশনা ও অনুপ্রাণিত করেছেন একই ব্যাচের ইমরান শেখ।
বিডি প্রতিদিন/হিমেল