ঢাকা জেলা প্রশাসন জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ কার্যক্রম পরিচালনা করেছেন। আজ সিটি কর্পোরেশন এলাকাসহ ঢাকা জেলায় বিভিন্ন এলাকায় মোট ৯২৫টি দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিক্সাওয়ালা, ভ্যানচালক, বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এছাড়া গত বৃহস্পতিবার অধিক মূল্যে বিক্রয়ের অভিযোগ পাওয়ায় ইস্কাটনের জহুরা টাওয়ারে ই-ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা নেতৃত্ব দেন। সেখানে এবিসি করপোরেশন নামক প্রতিষ্ঠান ৯৫ মাস্ক প্রতি পিস ৫৮০ টাকা করে ও এন৯৫ প্রতি পিস ১৫০০ টাকা করে তারা বিক্রয় করছিল। এছাড়া ও বিপুল পরিমাণে পিপিই হ্যান্ড গ্লোভস ও করোনা টেস্টিং কিট পাওয়া গেছে যা একমাত্র সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে থাকার কথা। এ অপরাধে এ প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়।
বিডি প্রতিদিন/হিমেল