বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদারকে ওয়ারী থানার পুলিশ শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন (আইনজীবী সমিতি)।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো সমিতির সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলির কেএম দাস লেনে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ কয়েকজন পুলিশ মারধর করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অ্যাডভোকেট তুহিন হাওলাদারকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ঢাকা আইনজীবী সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজধানীর ওয়ারী থানার কেএম দাস লেনে সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদারকে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বেধড়ক পিটান। গুরুতর আহত তুহিনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় ওই এসআইকে প্রত্যাহার করা হয়।
আহত সাংবাদিক তুহিন হাওলাদার জানান, ওইদিন দুপুরে কে এম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমাকে বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি- বলেই মারধর শুরু করেন। তারা আমাকে কোনও কথাই বলতে দেননি। পরে এক পথচারীর সহায়তায় হাসপাতালে গেছি।
বিডি প্রতিদিন/আরাফাত