নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের একটি গ্রামে সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কালু শেখ (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি পেশায় একজন সিএনজি চালক। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
শিশুটির পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশুটির প্রতিবেশী চাচা কালু শেখের বাড়িতে যায়। তখন কালু শেখ শিশুটিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে ছেড়ে দেয় কালু। শিশুর স্পর্শকতার স্থানে কামড়িয়ে জখম করায় তাকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
খবর পয়ে মনোহরদী থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে কালু শেখকে আটক করে থানায় নিয়ে আসেন। মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত কালু শেখকে আটক করা হয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বিডি-প্রতিদিন/শফিক