টিসিবি পণ্য বিক্রি ও খাদ্যের দাবিতে রংপুর-কুড়িগ্রাম লালমনিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকার শত শত কর্মহীন মানুষ। শনিবার সকালে রংপুর নগরীর সরেয়াতল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে সকল যান চলাচল বন্ধ ছিলো।
খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানান, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ কাজ ও খাদ্যের দাবিতে মহাসড়ক অবরোধ শুরু করে। ২৫ দিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছে তারা। কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে মানবেতর ভাবে দিন কাটছে তাদের। তাদের কোন খাদ্য সাহায্য দেয়া হয়নি। খবর পেয়ে মাহিগঞ্জ থানার ওসি আতারুজ্জামান নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তাদের দাবি টিসিবির পণ্য বিক্রির ব্যবস্থা ও খাদ্য সরবরাহ করতে হবে।
মাহিগঞ্জ থানার ওসি আতারুজ্জামান জানান, আমরা তাদের দুই দাবিই মেনে নিয়েছি। জরুরী ভিত্তিতে তাদের খাদ্য সরবরাহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সেই সাথে টিসিবি পণ্য বিক্রি করার আশ্বাস দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল