করোনা সংক্রামন এড়াতে বরিশাল নগরীসহ জেলা লকডাউনের ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়েছে। বরিশালের বেশিরভাগ মানুষ স্ব-প্রনোদিত হয়ে বাসায় অবস্থান করলেও কিছু সংখ্যক মানুষকে রাস্তায় দেখা গেছে। বিশেষ করে সকালে বাজারগুলোতেও ছিলো প্রচুর ভিড়। এদিকে জেলা প্রশাসন লকডাউন মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।
জনসমাগম এড়াতে এবং শারীরিক দুরত্ব নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী নগরীসহ সর্বত্র জোড়দার টহল দিচ্ছে। কোথাও জনসমাগম দেখলে মুহূর্তেই তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন তারা। নগরীর দুটি বাস টার্মিনাল, বিভিন্ন মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে অপ্রয়োজনীয় যান আটকে দিচ্ছে পুলিশ। অনেককে বুঝিয়ে বাসায় ফেরত পাঠাচ্ছেন তারা।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান করোনা সংক্রামন এড়াতে সবাইকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ ঘরে অবস্থানের আহ্বান জানিয়েছেন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ