নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে এই কর্মসূচি শুরু হয়। ‘বন্দি সময়ের চিৎকার’ ব্যানারে এতে অংশ নেন ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতা-কর্মীরা।
এদিকে শাহবাগ মোড় অবস্থান করায় সেখানকার সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। শাহবাগে গিয়ে দেখা যায়, অবস্থানকারীরা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিচ্ছেন। তারা প্রথমে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নিলে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানায়। কর্মসূচি চলাকালীন পুলিশও অবস্থানকারীদের পাশে অবস্থান করে।
এদিকে, দুপুর দুইটার দিকে অবস্থানকারীদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য দেন গণ-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
তিনি বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনা ঘটেছে এতে আমরা শিউরে উঠি। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে এই, বাংলাদেশে এসব ঘটনা নতুন নয়, প্রতিদিন এক একটা ঘটনা ঘটে, আমাদের আতঙ্ক কাটতে না কাটতেই পরদিন তার চেয়েও ভয়াবহ ঘটনার কথা শুনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাই এদের আশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর