ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইসুল আহমেদ রবিনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। ওই সময়ে আবুল বাশার নামে একজন পালিয়ে যায়।
রাইসুল আহমেদ রবিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে একজনকে ধরে পুলিশের সোপর্দ করা হয়েছে। ওই সময়ে আরও একজন পালিয়ে গেছে। তারা নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিজেদের তৈরিকৃত ওকালতনামা, হাজিরা ও জামিননামা বিক্রি করতো।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রবিনকে ৫০টি জাল জামিননামা, ৫০টি ওকালতনামা, ৬৪০টি কোর্ট ফি এবং নগদ ৮ হাজার ৬০০ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয় জেলা আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা