দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাসহ সকল সামাজিক অনাচারের বিরুদ্ধে বরিশালে পৃথক মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সব কর্মসূচি থেকে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা মহিলা পরিষদের উদ্যোগে এবং সামাজিক প্রতিরোধ কমিটির সহায়তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, প্রতীমা সরকার, জেসমিন আক্তার এবং পরিবেশবিদ রফিকুল আলমসহ অন্যান্যরা।
নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহিলা পরিষদের এই মানববন্ধনে অংশগ্রহণ করে তাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।
মানববন্ধনে বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের তীব্র নিন্দা এবং ওই ঘটনায় অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন। একই সাথে নির্যাতিত ওই নারীকে ব্যক্তিগভাবে নিরাপত্তা দেয়ার দাবি জানান তারা।
এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ।
মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান। বক্তব্য রাখেন আতিকুর রহমান, রনি খন্দকার ও ফয়সাল হোসেন।
মানববন্ধনে বক্তারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন