বরিশালে কেন্দ্রীয় কারাগারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারাগারে সরবরাহকৃত খাবারে অনিয়মের অভিযোগ পাওয়ায় এই অভিযান হয়েছে বলে জানানো হযেছে। তবে এ বিষয়ে দুদকের স্থানীয় কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রনজিত দত্ত্বের নেতৃত্বে একটি দল বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। তারা কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক এবং জেলার মো. শাহআলমসহ বিভিন্ন কর্মকর্তা ও কয়েদীদের সাথে কথা বলেন। এক ঘন্টারও বেশি সময় কারাগারে অবস্থানের পর গেট থেকে বেড়িয়ে তরিঘরি করে চলে যান তারা। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি তারা।
তবে হাজতি-কয়েদীদের খাবারের মান উন্নত করা এবং কারা ক্যান্টিনে খাবারের অতিরিক্ত দাম রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দুদক কর্মকর্তারা সতর্ক করে দেন বলে জানিয়েছে কারাগারের নির্ভরযোগ্য সূত্র।
বিডি প্রতিদিন/এ মজুমদার