হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭) নামে এক দুবাই প্রবাসীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাকে বিমানবন্দরের আগমনী কনকোর্স হল এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকার বিদেশি মোবাইলফোন, ওষুধ ও সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, রাতে হযরত বিমানবন্দরের আগমনী কনকোর্স হল ও আশপাশ এলাকায় টহল দেওয়ার সময় আর্মড পুলিশ সদস্যরা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী শহিদুলকে শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট, ওষুধ ও মোবাইলফোন নিয়ে বের হওয়ার সময় চ্যালেঞ্জ করে। যাত্রীর কথাবার্তা সন্দেহ হওয়ায় তার সঙ্গে থাকা একটি ব্লু রঙের ব্রিফকেস, একটি কাগজের বড় কার্টন ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করা হয়।
এসময় তল্লাশিতে তিনটি আইফোন-১১ সেট, ১০৫ গ্রাম স্বর্ণের অলঙ্কার (তিন পিস রিং ও একটি চেইন), ১২৮ কার্টন ইজিলাইট সিগারেট, এক কার্টন ইজি স্পেশাল গোল্ড সিগারেট, ২১ কার্টন ডানহিল সিগারেট, নয় কার্টন নয় প্যাকেট ডানহিল সুইচ, পাঁচ বক্স বিউটি ক্রিম, ভিমাল এত প্যাকেট, মেডিসিন গ্লুকোফেজ ৫০০ এমজি ট্যাবলেট ৬৫০০ পিস, মেডিসিন লিপানথিল ১৪৫ এমজি ট্যাবলেট ২১০০ পিস, স্যামসাং এস-২০ প্লাস সেট দুটি, স্যামসাং এস-৮ সেট একটি ও ৭০০ দিরহাম মুদ্রা পাওয়া যায়।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটক জিনিসপত্রের দাম ১৫ লাখ ৯৯ হাজার টাকা। আটক শহিদুলের কাছ থেকে এসব মালামাল জব্দ করা হয়। মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ