ধর্ষণের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও চাষাঢ়ায় সড়ক অবরোধ করে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।
ধর্ষণ নিপীড়ন বিরোধী ঐক্য সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান অবস্থানকারীরা।
এ সময় অবস্থানকারীদের ব্যানার-ফেস্টুনে ধর্ষণ বিরোধী নানা কথা উল্লেখ করা হয়। তার মধ্যে-ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ধর্ষকের এই উল্লাসমঞ্চ আমার দেশ না, জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবৈশেখীরা, কাটা জিভ থেকে শুরু করে প্রতিটি অত্যাচারিত অঙ্গ ধারণ করে তুমি জাগো হে রুদ্ররূপিনী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, মাগো তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, জাগো হতভাগিনী বিশ্বদহন তেজে জাগো দুহিতা, পরাধীন বাংলায় বীরাঙ্গনা হয়েছি, STOP RAPE CULTURE IN BANGLADESH।
সড়ক অবরোধ ছাড়াও মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবস্থানকারীরা। বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের সাথেই অবস্থান করছে চাষাঢ়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন