২৩ অক্টোবর, ২০২০ ২২:২৫

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর দিল যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটার দিয়েছে যুক্তরাষ্ট্র। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন দূতাবাসের উপ-মিশন প্রধান ওয়াগনার। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার ইউএসএআইডি-এর টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, ১০০টি ভেন্টিলেটর বাংলাদেশে এসে পৌঁছেছে। এগুলো একেবারে নতুন, মানসম্পন্ন মেশিনগুলো অগণিত জীবন বাঁচাতে পারে।

উল্লেখ্য, এর আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর