৩১ অক্টোবর, ২০২০ ১৩:৪৯

পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টার খুলেছে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক

পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টার খুলেছে গণস্বাস্থ্য

পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টার খোলা হয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এর আওতায় সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) মস্তিস্কের বিভিন্ন ধরনের সমস্যার অপারেশনসহ বিভিন্ন দুর্ঘটনা বা ট্রমার সকল রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অধ্যাপক ডা: ফরিদুল ইসলাম চৌধুরী (এমবিবিএস, ডিএ, এমএস- নিউরো সার্জারি)।

গণস্বাস্থ্য নগর হাসপাতাল মেরুদণ্ডের সমস্যা, সেরিব্রাল পলসি, পিএলআইডি, স্ট্রোক,প্যারালাইসিস, ডিমেনশিয়া, পারকিনসন ডিসিজসহ বিভিন্ন স্নায়ুবিক রোগের সফল চিকিৎসা ও অপারেশন স্বল্প খরচে করার ব্যবস্থা রেখেছে এই নতুন ও পূর্ণাঙ্গ নিউরো সাইন্স সেন্টারে।
 
গণস্বাস্থ্যের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগ ধরা পড়ছে না, শয্যাশায়ী, বয়োবৃদ্ধদের হাঁটা-চলা করতে সমস্যা, দেশ বিদেশের বিভিন্ন হাসপাতালে যেসব রোগীদের চিকিৎসা দিতে রাজি হয়নি, তাদেরকে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিউরো সাইন্স সেন্টারে (জটিল রুগীদের) সুচিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর