‘আদমজী চালু সংগ্রাম পরিষদ’র সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন মিয়াকে নবগঠিত জাতীয় শ্রমিক লীগের (কেন্দ্রীয় কমিটি) সহ-সভাপতি নির্বাচিত করায় সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের তারা মার্কেট এলাকায় উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আ. মতিন মাস্টার।
সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আ. সামাদ ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক তাজিম বাবু, সাবেক কাউন্সিলর আ. রহিম, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মো. ফারুক ও হুমায়ুন কবির প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক